menubar

HTML Audio




আগে embed  ট্যাগ দিয়ে অডিও দিলে ব্রাউজার এ প্লাগিন ইন্সটল থাকতে হত। কিন্তু এইচটিএমএল ৫ এর <audio> এলিমেন্ট টি ব্যাবহার করে খুব সহজে ওয়েব পেজে অডিও দেয়া যায়।

Internet Explorer: MP3
Chrome: MP3,Wav,Ogg
Firefox: MP3,Wav,Ogg
Safari: MP3,Wav
Opera: MP3,Wav,Ogg


<audio>:  ওয়েব পেজে অডিও যুক্ত করতে এই এলিমেন্ট ব্যাবহার করা হয়।
<!DOCTYPE html>
<html>
<head>
<title>HTML5 Audio</title>
</head>
<body>
<audio src=”audio/htmlaudio.ogg” control autoplay>
<p> This is audio file and play automatically </p>
</audio>
</body>
</html>


src: অডিও ফাইল যুক্ত করতে ব্যাবহার করা হয়েছে।
controls : ব্রাউজার তার নিজস্ব প্লেয়ার এ অডিও  প্রদর্শন করে ।এক্ষেত্রে এক এক ব্রাউজার এক এক ভাবে দেখাবে।
ব্রাউজার এর নিজস্ব প্লেয়ার এ অডিও চালু হয় এবং play/pause/etc বাটন তৈরি হয়
autoplay: এই অ্যাট্রিবিউট  ব্যাবহার করলে পেজ লোড হবার সাথে সাথে অটোমেটিকালি অডিও চালু হবে।
loop: loop অ্যাট্রিবিউট এর কাজ হল এটা অডিও একবার শেষ হলে আবার প্রথম থেকে শুরু হবে।
preload: autoplay  attribute ব্যাবহার না করা হলে তখন preload ব্যাবহার করা হয়।এর তিনটি মান আছে। none, auto, metadata
                                none: অডিওটি ডাউনলোড করতে ব্রাউজার কে নিষেধ করবে।
           auto: পেজ লোড হবার আগেই অডিও ডাউনলোড করবে।
           metadata: অডিওর মেটা ডাটা যেমন অডিওর দৈর্ঘ্য বা ফরম্যাট (length  or format)ইত্যাদি লোড হবে।



<source> এর কাজ আগের এইচটিএমএল ভিডিও ট্যাগ টিউটোরিয়ালে দেয়া আছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন