আপনার প্রয়োজন মতো যে কোন
কোড এর আগে ও পরে Comment করে রাখতে পারেন।কোন কোড কি
কাজে ব্যাবহার করলেন এসব লিখে রাখা জায়।এতে আপনি সহজে যে কোন সময় Comment দেখে বলতে পারবেন আপনার কোডগুলো কোন কাজে
ব্যাবহার হয়েছে।বা অন্য কোন ডেভেলপারকে অনেক সময় কোড দেবার প্রয়োজন পরে। তখন Comment দেখেই সে বুজতে পারবে কোন কোড কোন কাজে ব্যাবহার
করা হয়েছে। আপনাকে বিশ্লেষণ করে বলে দিতে হবে না।
এটা ব্যাবহার করা
বাধ্যতামূলক নয়।তবে প্রাকটিস থাকা ভাল। Comment ব্রউজারে দেখায় না। Comment লেখা হয় start tag <!-- এবং end tag --> এর মাঝে।
<!-- This
is a comment -->
<p>This is a paragraph.</p>
<!-- Remember to add more information here -->
<p>This is a paragraph.</p>
<!-- Remember to add more information here -->
দেখুন উপরে <!-- This is a comment --> এবং <!-- Remember to add more information here --> দুটোই comment।এই দুটো আপনি একটা html ডকুমেন্ট এ লিখে ব্রাউজার দিয়ে ওপেন করে দেখেন
আপনার Comment show করবে না।
আবার আপনি এক সাথে একের
অধিক লাইনেও Comment করে রাখতে পারেন।এর মূল উদ্দেশ্য হল আপনার কোড এর জন্য একটা ডকুমেন্ট তৈরি
করা। যাতে পরবর্তীতে কোড দেখেই বোঝা যায় কোন অংশ কিসের জন্য লেখা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন