menubar

HTML Computer Code

কম্পিউটার কোড এলিমেন্ট গুলো হল  -
<kbd>      কিবোর্ড ফরম্যাটিং
<samp>   sample  ফরম্যাটিং
 <code>   কম্পিউটার কোড ফরম্যাটিং
 <var>      ম্যাথম্যাটিক্যাল ভেরি্যেবল ফরম্যাটিং
কম্পিউটার কোড এলিমেন্ট  দিয়ে লেখাকে কম্পিউটার কোড এর মত করে লেখা যায়।
কিবোর্ড ফরম্যাটিং :
<!DOCTYPE html>
<html>
<body>

<p> Keyboard Formatting </p>

<p><kbd>HTML | CSS</kbd></p>

</body>
</html>





sample  ফরম্যাটিং :
 <!DOCTYPE html>
<html>


<p>Sample formatting </p>

<samp>
http://bdtutorialweb.blogspot.com/2015/03/html-computer-code.html
</samp>

</body>
</html>





কম্পিউটার কোড ফরম্যাটিং :

<!DOCTYPE html>
<html>
<body style="font-size:20px">

<p>Programming code example:</p>

<code>
var person = {firstName:"Omi", lastName:"Ahmed", age:24}
</code>

</body>
</html>



ম্যাথম্যাটিক্যাল ভেরি্যেবল ফরম্যাটিং :

এই ফরম্যাট উপরে তিনটার থেকে  একটু আলাদা output দেয়।ম্যাথম্যাটিক্যাল ভেরি্যেবল বুঝানোর ক্ষেত্রে এই ট্যাগটি ব্যবহার করা হয়ে থাকে।
<!DOCTYPE html>
<html>


<p>Oxygen:</p>

<p><var>H</var> = <var>O</var> <sup>2</sup></p>

</body>
</html>


pre ফরম্যাটিং :

এটা খুব মজার ট্যাগ। pre ট্যাগ দিয়ে এইচটিএমএল আমরা কিছু লেখার সময় যেভাবে স্পেস নির্দেশ দিবো ঠিক সেইভাবে ব্রাউজারে প্রদর্শন হবে।
<!DOCTYPE html>
<html>
<body>

<pre>
আমার সোনার বাংলা
             আমি তোমায় ভালোবাসি
চিরদিন তোমার আকাশ
তোমার বাতাস.........
                          
  আমার প্রানে............

ওমা আমার প্রানে বাজায় বাঁশি
    সোনার বাংলা
               আমি তোমায় ভালোবাসি।
</pre>

</body>
</html>




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন