HTML হল ওয়েব ডিজাইনের মূলভিত্তি যা দিয়ে ওয়েব পেজ তৈরি করা হয়ে থাকে । বিভিন্ন তথ্য কে
ইন্টারনেটের মাধ্যমে প্রদর্শনের সুযোগ তৈরি করে দিয়েছে HTML। একটা ওয়েব পেজের
মূল গঠন তৈরি হয় HTML দিয়ে। HTML কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, একে
Hyper Text Mark Up Language বলে । এটা বিভিন্ন MarkUp
ট্যাগের সমন্বয়ে গঠিত। একটা ওয়েব পেজের বিভিন্ন অংশ ব্রাউজারের
মাধ্যমে কিভাবে প্রদর্শিত হবে, তা HTML এ Mark Up ট্যাগ সমূহ ব্যবহার করে
প্রকাশ করা হয়ে থাকে।
ওয়েব ডেভেলপার এবং ডিজাইনার হতে হলে HTML ল্যাংগুয়েজ টি সবার আগে শিখতে হবে। HTML এর উপর সুক্ষ ধারনা থাকতে হবে। HTML শিখলে ওয়েব পেজ তৈরী করতে পারবেন।
তবে এটা শেখা খুব সহজ।
ভালোভাবে একটু কষ্ট করে এক সপ্তাহ অনুশীলন করলেই আওত্তে এসে পরবে ইনশাআল্লাহ।
ওয়েব ডেভেলপার এবং ডিজাইনার হতে হলে HTML ল্যাংগুয়েজ টি সবার আগে শিখতে হবে। HTML এর উপর সুক্ষ ধারনা থাকতে হবে। HTML শিখলে ওয়েব পেজ তৈরী করতে পারবেন।
তবে এটা শেখা খুব সহজ।
ভালোভাবে একটু কষ্ট করে এক সপ্তাহ অনুশীলন করলেই আওত্তে এসে পরবে ইনশাআল্লাহ।
HTMLশেখার পরে ওয়েব পেজ কে আরেকটু দৃষ্টিনন্দন করতে CSS শিখতে হবে।
এর পরে ওয়েব সাইট কে ডাইনামিক করতে চাইলে Javascript শিখতে হবে।
পরে যদি আপনি PHP শিখে নিতে পারেন তাহলে ডেটাবেস নির্ভর ওয়েবসাইট তৈরী করতে পারবেন।
এর পরে ওয়েব সাইট কে ডাইনামিক করতে চাইলে Javascript শিখতে হবে।
পরে যদি আপনি PHP শিখে নিতে পারেন তাহলে ডেটাবেস নির্ভর ওয়েবসাইট তৈরী করতে পারবেন।
ওয়েব ডিজাইন কি?
ওয়েব ডিজাইন হচ্ছে একটা ওয়েবসাইটের জন্য বাহ্যিক অবয়ব তৈরী করা। ওয়েব ডিজাইনারের মুল কাজ একটা সাইটের জন্য টেমপ্লেট বানানো।
ওয়েব সাইট টি দেখতে কেমন হবে সেটা নির্ধারণ করা ওয়েব ডিজাইন এর প্রধান উদ্দেশ।
| ফেইসবুক বন্ধুদের জানান |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন