Html color ওয়েব পেজের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ওয়েব পেজে আপনি তিন ভাবে কালার দিতে পারবেন।কিছু কালার আছে যেগুলোর সরাসরি নাম লিখে দিতে পারবেন।
aqua, black, blue, fuchsia, gray, green, lime, maroon, navy, olive, orange,
purple, red, silver, teal, white, and yellow ইত্যাদি।
এই ১৭টা কালারের নাম value লেখার সময় সরাসরি নাম লিখে দিলেই হয়।
যেমন <body bgcolor="black">
আবার এই একই কালার আপনি hexadecimal code দিয়েও দিতে পারবেন।
যেমন <body bgcolor="#000000"> । hexadecimal color code লেখার আগে একটা # দিতে হয়।
উপরের দুটোই কালার কালো।এইচটিএমএল এর আরেকটা পদ্ধতি আছে সেটা আরজিবি (r,g,b) মান পদ্ধতি।
r,g,b মানে red green blue।এই ৩টি রং এর মান 0-255 পর্যন্ত।আপনি যদি লিখেন
<body bgcolor="rgb(0,255,0"> তাহলে এখানে বুজতে হবে শুধু সবুজ রং নেয়া হয়েছে।এই ৩টি রং এর মান আপনি আপনার ইচ্ছামতো বসিয়ে নিয়ে অনেক ধরনের কালার বানাতে পারবেন।
নিচে কিছু কালার কোড দেয়া হল।
![]() |
| HTML Color Code Name
কালার কোড দেখতে সমস্যা হলে আপনার মাউস এর রাইট বাটন
ক্লিক করে View
Image এ
ক্লিক করে জুম করে দেখতে পারেন।নতুবা save as image দিয়ে আপনার কম্পিউটারে save করে নিতে পারেন।
|

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন